ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, নভেম্বর ১৬, ২০২২
হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তিনি ওই এলাকার নায়েব আলীর ছেলে।

প্রত্যশদর্শীরা জানান, উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে রাস্তার পাশে বাঁশের খুঁটিতে নেওয়া বৈদ্যুতিক লাইনের খুঁটি ভেঙে পড়ে। সেই বাঁশের খুঁটি মেরামতের চেষ্টা করেন আশরাফুল ইসলামসহ দুইজন যুবক। এ সময় বিদ্যুতের তার ছিড়ে আশরাফুলের শরীর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।