ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

কুমিল্লায় লরির ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, নভেম্বর ১৬, ২০২২
কুমিল্লায় লরির ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত ফাইল ফটো

কুমিল্লা: কুমিল্লায় লরির ধাক্কায় ইভা আক্তার (২৫) নামে মোটরবাইক আরোহী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী মোটরবাইক চালক রবিউল ইসলাম (৩২)।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বুড়িচং উপজেলার ময়নামতি ক্যান্টনমেন্ট পূবালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

তাদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামে। রবিউল ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।  

তিনি জানান, দুর্ঘটনার পর আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। আহত রবিউলকে হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনগত আনুষ্ঠানিকতা শেষে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর লরিটি দ্রুত বেগে চলে যায় বলে জানতে পেরেছি। দুর্ঘটনার কারণ জানতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।