ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

মান্দায় বাগানে মিললো নিখোঁজ যুবকের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩১, নভেম্বর ১৬, ২০২২
মান্দায় বাগানে মিললো নিখোঁজ যুবকের লাশ

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলা থেকে মুনছুর আলী (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   বুধবার ( ১৬ নভেম্বর) সকালে গোয়ালমান্দা এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুনসুর আলী উপজেলার গোয়ালমান্দা ফকিরপাড়া গ্রামের বদের আলীর ছেলে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন মুনসুর আলী। বুধবার সকালে বাড়ি থেকে আনুমানিক ৪শ গজ দূরের একটি ইউক্যালিপটাস বাগানে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে মুনসুর আলীকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।