ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

ডাসারে সড়ক দুর্ঘটনায় ইজিবাইকচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, নভেম্বর ৮, ২০২২
ডাসারে সড়ক দুর্ঘটনায় ইজিবাইকচালক নিহত প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুরের ডাসারে বাসের ধাক্কায় ইব্রাহিম মুন্সী (৩৫) নামে ব্যাটারিচালিত একটি ইজিবাইকের চালক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বালিগ্রাম এলাকার পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ইব্রাহীম জেলা সদর উপজেলার ঘটকচর এলাকার আদমপুর গ্রামের আলী আকবর মুন্সীর ছেলে।  

জানা গেছে, দুপুরের দিকে ইজিবাইক নিয়ে কর্ণপাড়া থেকে ভাঙ্গা ব্রিজের উদ্দেশে রওনা দেন চালক ইব্রাহিম। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় এলে পেছন থেকে আসা যাত্রীবাহী একটি বাস তার ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. হাসানুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।