ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে ১০৭৫টি ইয়াবাসহ নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, নভেম্বর ৮, ২০২২
ফরিদপুরে ১০৭৫টি ইয়াবাসহ নারী গ্রেফতার

ফরিদপুর: ফরিদপুরে ১ হাজার ৭৫টি ইয়াবা ট্যাবলেটসহ জহুরা বেগম ওরফে জেসমিন (২৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

গ্রেফতার জেসমিন কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচা পালং পাগলী বিল গ্রামের রশিদ আহম্মদের মেয়ে ও ফরিদপুর জেলা সদরের চন্ডিপুর এলাকার জুয়েল মোল্যার স্ত্রী।  

ডিবির ওসি মামুনুর রশীদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (৭ নভেম্বর) দিনগত রাতে জেলা সদরের চন্ডিপুর এলাকা থেকে ১ হাজার ৭৫টি ইয়াবাসহ ওই নারীকে গ্রেফতার করা হয়।  

ডিবির ওসি আরও জানান, গ্রেফতার জেসমিনের স্বামী জুয়েলও মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তবে জুয়েল ইতোমধ্যে মাদক মামলায় কারাগারে রয়েছেন। আর জেসমিনের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।