ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

৫ হাজার ইয়াবাসহ আটক ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫১, নভেম্বর ৮, ২০২২
৫ হাজার ইয়াবাসহ আটক ৩ 

ঢাকা: পাঁচ হাজার ১৫০ ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন- আব্দুর রশিদ কাজী (৩০), ইব্রাহিম বেপারী ওরফে সেন্টু (২৩) ও এক কিশোর (১৬)।

রোববার (৬ নভেম্বর) গাজীপুরের কোনাবাড়ী থানার বাইমাইল সাইনবোর্ড ওসমান গণি সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ১৫০ ইয়াবা, দুটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব বিষয়টি নিশ্চিত করেন।  

আটকদের জিজ্ঞাসাবাদে ভিত্তিতে তিনি জানান, আটকরা পেশাদার মাদককারবারি। তারা বেশ কিছুদিন ধরে গাজীপুরের কোনাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।  

আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এনায়েত কবীর।  

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।