ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের ভুয়া প্রটোকল অফিসার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৬, নভেম্বর ৭, ২০২২
প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের ভুয়া প্রটোকল অফিসার আটক

ঢাকা: প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের ভুয়া প্রটোকল অফিসারের পরিচয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারনার মাধ্যমে কোটি কোটি টাকা অর্থ আত্মসাৎ চক্রের মূলহোতা হরিদাস চন্দ্র ওরফে তাওহীদকে তার সহযোগীসহ আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (০৭ নভেম্বর) রাতে রাজধানীর বনানীতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের ভুয়া প্রটোকল অফিসারের পরিচয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারনার মাধ্যমে কোটি কোটি টাকা অর্থ আত্মসাৎ চক্রের মূলহোতা হরিদাস চন্দ্র ওরফে তাওহীদকে তার সহযোগীসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (০৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২

এমএমআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।