ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, নভেম্বর ৭, ২০২২
মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর ভাটারা এলাকা থেকে সৌদি আরবে মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (৭ অক্টোবর) র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

গ্রেফতাররা হলেন- মো. আলীম হোসেন (৩০) ও মো. আসলাম মিয়া (২৫)।

আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, সোমবার দুপুর দেড়টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

তিনি আরও জানান, আসামিরা ভুক্তভোগীদের কাছ থেকে সৌদি আরবে রেস্টুরেন্টে কাজের ভালো ভিসা, উচ্চ বেতন, বছরে দুটি বোনাস, থাকা-খাওয়া ফ্রিসহ চাকরি দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে সৌদি আরবে পাঠান। তারা ভুক্তভোগীদের সৌদিতে একটি সংঘবদ্ধ চক্রের কাছে বিক্রি করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান আরিফ মহিউদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ০৭, ২০২২
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।