মাদক ব্যবসাকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনায় যৌথ অভিযান চালিয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। এই সময় হত্যাকাণ্ডে জড়িত চারজনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) রাত ১২টার দিকে ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের লে. কর্নেল নাজিম আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।
নাজিম আহমেদ বলেন, অভিযান পরিচালনা করে মারামারি সামগ্রীগুলো পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন হেলমেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক ব্যবসাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, এই যে ১৪ জন আছে তার মধ্যে চারজনকে মোটামুটি প্রত্যক্ষভাবে আজকের যে হত্যাটা হয়েছে তার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে। বাকিটা তদন্ত করে আমরা আমাদের আইন প্রয়োগকারী সংস্থার অন্যান্য বাহিনী যারা আছে সেটা তারা ব্যবস্থা নেবে।
সংঘর্ষের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিতের বিষয়ে উল্লেখ করে নাজিম আহমেদ বলেন, ক্যাম্পের গত দুই দিনের সংঘর্ষের সময়কার ফুটেজে যাদের দেখা গেছে, তাদেরই লক্ষ্য করে অভিযান চালানো হয়। যাদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে একজন একজন করে তাদেরই গ্রেপ্তার করা হয়েছে।
জেনেভা ক্যাম্পে অপরাধ ও সংঘর্ষ নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
এর আগে সোমবার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে জেনেভা ক্যাম্পে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘বুনিয়া সোহেল’ ও ‘চুয়া সেলিম’ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে শাহ আলম (২২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।
এজেডএস/আরবি