ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ছেলের হাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, নভেম্বর ৭, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে ছেলের হাতে বাবা খুন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে ছেলের হাতে বাবা খুন হয়েছেন।  

রোববার (৬ নভেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

 

মৃত মো. আব্দুল বারি চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মৃতের ছেলে মো. শাহিনকে আটক করেছে পুলিশ। রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে রোববার রাত সাড়ে ৯টার দিকে আব্দুল বারির বড় ছেলে মো. ফারুক হোসেনের স্ত্রী আল হামরাকে গালিগালাজ করছিলেন শাহিন। এসময় বাবা বারি শাহিনকে বাধা দেন। এতে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ছেলে শাহিন বাবাকে ধাক্কা দেন। এতেম আবদুল বারি পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।  

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ছেলে শাহিনকে আটক করা হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।