ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

২ দিন পর মিলল ভ্যানচালকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, নভেম্বর ৭, ২০২২
২ দিন পর মিলল ভ্যানচালকের মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে দুই দিন নিখোঁজ থাকার পর মো. মাসুম (৩৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) সকালে পুরাতন বন্দর গণপাড়ার একটি বিল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, শনিবার রাতে বাসা থেকে বের হন খুলনা বাগেরহাটের মো. সিকান্দার মিয়ার ছেলে মাসুম। তিনি বন্দর চিতাশাল আল আমিন বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। এরপর থেকে তাকে খুঁজে পায়নি পরিবার। সোমবার সকালে তার ছেলেসহ স্বজনরা পুরাতন বন্দর গণপাড়া বিলে তার মরদেহের সন্ধান পান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

এদিকে নিহতের ছেলে রিফাত জানান, কী কারণে তার বাবাকে হত্যা হয়েছে বলতে পারছেন না তিনি। কিন্তু কয়েকদিন আগে সৎ চাচা আসলামের সাথে তার বাবার ঝগড়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।