ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, নভেম্বর ৭, ২০২২
বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

বাগেরহাট: বাগেরহাটে হরিণের মাংসসহ আব্দুস সাত্তার ওরফে তায়েব আলী সানা (৬১) নামে এক চোরা শিকারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  

সোমবার (০৭ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগেরহাট শহরের খারদ্বার এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছে প্লাস্টিকের বস্তায় থাকা ২১ কেজি হরিণের মাংস জব্দ করে পুলিশ।  

বাগেরহাট মডেল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে সাত্তারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক সাত্তার ওরফে তায়েব আলী সানা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার একসরা গ্রামের বাসিন্দা। তিনি সুন্দরবনের বন্যপ্রাণী নিধন চক্রের সদস্য এবং পেশাদার হরিণ শিকারি। দীর্ঘদিন ধরে সুন্দরবনের হরিণ শিকার করে সেই মাংস দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হরিণের মাংসসহ সাত্তার ওরফে তায়েব আলী সানাকে আটক করে। পরে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।