ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

ব্যানবেইস-উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো-প্রত্নতত্ত্ব অধিদপ্তরে নতুন ডিজি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, নভেম্বর ৭, ২০২২
ব্যানবেইস-উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো-প্রত্নতত্ত্ব অধিদপ্তরে নতুন ডিজি

ঢাকা: সরকারি চারটি সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (৭ নভেম্বর) অতিরিক্ত সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে’কে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ডিজি করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিবুর রহমানকে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন) মো. আব্দুল মান্নানকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন প্রকল্পের পরিচালক এসএম আবু হোরায়রাকে (যুগ্মসচিব) বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।    

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।