ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

সিংগাইরে হেরোইনসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৯, নভেম্বর ৭, ২০২২
সিংগাইরে হেরোইনসহ আটক ৩

মানিকগঞ্জ: পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলার সিংগাইরে ৩ লাখ ৫০ হাজার টাকার হেরোইনসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (০৭ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন।

আটকরা হলেন- উপজেলার গোবিন্দল উত্তরপাড়ার মৃত হযরত আলীর ছেলে আবুল টাইগার (৪৭), ওই একই এলাকার মৃত বদর উদ্দিনের ছেরে আব্দুল করিম ওরফে কিরু (৪৭ ) ও বিনোদপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে ইকবাল হোসেন (৩৭)।

ডিবি পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরেই এই তিন জন উপজেলার বিভিন্ন জায়গাতে মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। জব্দ হেরোইনের বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুইটি মামলা সিংগাইর থানায় প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।