ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

বেনাপোলে ভারতগামী যাত্রীর কাছে মিলল ১ কেজি স্বর্ণ

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, নভেম্বর ৭, ২০২২
বেনাপোলে ভারতগামী যাত্রীর কাছে মিলল ১ কেজি স্বর্ণ

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে এক কেজি ৪৪ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) নামে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা।

সোমবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন তল্লাশি কেন্দ্র তাকে আটক করা হয়।

 

আটক সিদ্দিকুর রহমান বরগুনা জেলার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গণি মোল্লার ছেলে।

বেনাপোল কাস্টমস হাউজ শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে স্বর্ণের বড় একটি চালান পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। এসময় তার প্যান্টের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা নয়টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৪৪ গ্রাম।  

তিনি আরো জানান, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭৬ লাখ টাকা। আটক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।