ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

ইমো হ্যাকার চক্রের ৬ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, নভেম্বর ৭, ২০২২
ইমো হ্যাকার চক্রের ৬ সদস্য গ্রেফতার ফাইল ছবি

ঢাকা: অনলাইনে যোগাযোগ মাধ্যম ‘ইমো’ হ্যাকার চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাদের গ্রেফতার করেছে।

রোববার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ। তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, তথ্যপ্রযুক্তি অপব্যবহারকারী সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চক্রটি ইমো হ্যাক করে ব্ল্যাকমেলিংসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।