ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

রংপুরে ট্রেনের ধাক্কায় ভিক্ষুকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, নভেম্বর ৫, ২০২২
রংপুরে ট্রেনের ধাক্কায় ভিক্ষুকের মৃত্যু প্রতীকী ছবি

রংপুর: রংপুরের কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় নগেন চন্দ্র (৭৫) নামে এক বৃদ্ধ ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কাউনিয়া রেল স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নগেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে কাউনিয়া স্টেশনের অদূরে রেল লাইনের পাশ ধরে হেঁটে যাচ্ছিলেন নগেন। এ সময় কাউনিয়া স্টেশন থেকে ছেড়ে যাওয়া পার্বতীপুরগামী একটি কমিউটার ট্রেন পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নগেন চন্দ্রের মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট জিআরপি ডিআইও ইনচার্জ নজরুল ইসলাম বলেন, নগেন চন্দ্র ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।