ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

মদনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, অক্টোবর ৩০, ২০২২
মদনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: নারায়গঞ্জের মদনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (২৮) ও ফাহিম (২৫) নামে দুজনের মৃত্যু হয়েছে।  

রোববার (২৯ অক্টোবর) দুপুরে মালামাল ওঠা-নামার কাছে ব্যবহৃত ক্রেনের বুম বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মৃতরা নারায়ণগঞ্জের মদনপুরের কেওডালা এলাকার বাসিন্দা। তারা ওই ক্রেনের চালক ও হেলপার ছিলেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা জালাল মিয়া বলেন, দুপুরে কেওডালা এলাকায় মালামাল উঠা-নামার কাছে ব্যবহৃত ক্রেন পানি দিয়ে পরিষ্কার করছিলেন রাসেল ও ফাহিম। এ সময় ক্রেনের বুম রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তারা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।