ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুড়িগ্রামে দুই হাজারটি ইয়াবাসহ গ্রেফতার ২ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, অক্টোবর ২৩, ২০২২
কুড়িগ্রামে দুই হাজারটি ইয়াবাসহ গ্রেফতার ২ 

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ আদম আলী (২২) ও হাসেন আলী (৩৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতার আদম আলী ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের আইয়ুব আলীর ছেলে এবং হাসেন আলী একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা মহিলা কলেজের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে দুই হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়। এ সময় দুই মাদক কারবারির কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।  

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতার দুই মাদক কারবারিকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মূল করতে জেলাজুড়ে এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫১২ঘন্টা, অক্টোবর ২৩, ২০২২
এফইএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।