ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মির্জাপুরে ২ দিন পর মিলল নিখোঁজ শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, অক্টোবর ২১, ২০২২
মির্জাপুরে ২ দিন পর মিলল নিখোঁজ শিশুর মরদেহ

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ হওয়ার দুইদিন পর নুরুল ইসলাম (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলা গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরুল ইসলাম উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের মোসলেম খানের ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার (১৯ অক্টোবর) নুরুল বড়শি নিয়ে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। গত দুইদিন পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান করতে পারেননি।

পরে স্থানীয়দের  কাছে খবর পেয়ে শুক্রবার বিকেলে মীর দেওহাটা গ্রামের বিল থেকে নুরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে ধারণা পুলিশের।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বাংলানিউজকে বলেন, শিশুর মরদেহ ময়নাতন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ