ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জুতায় মিলল কোটি টাকার সোনা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, অক্টোবর ২০, ২০২২
জুতায় মিলল কোটি টাকার সোনা!

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলার ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে জুতার ভেতর থেকে কোটি টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল শাহ মোহাম্মদ ইসতিয়াক।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফুলবাড়ী সীমান্তের বুইচিতলা গ্রামের রাস্তার ওপর অবস্থান নেয় বিজিবি। এ সময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে মোটরসাইকেল যোগে সীমান্তের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করে বিজিবির সশস্ত্র টহলদল। এ সময় মোটরসাইকেল ও পায়ের জুতা ফেলে পালিয়ে যান ওই ব্যক্তি। পরে ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে কিছু না পাওয়া গেলেও পায়ের জুতাটি কাটলে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৫১৫ দশমিক ৮৫ গ্রাম। জব্দ স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্যে ১ কোটি ৬ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেট কর্নেল শাহ মোহাম্মদ ইসতিয়াক বাংলানিউজকে জানান, ওই ঘটনায় দর্শনা থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ