ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, অক্টোবর ২০, ২০২২
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রফিকুল ওমর (১৭) নামে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।  

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে হোসেনপুর-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এনামুল (১৬) নামে মোটরসাইকেলে থাকা একজন আহত হয়েছে।

নিহত রফিকুল হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধনকুড়া গ্রামের সিরাজুল ওমরের ছেলে। আহত এনামুলের পরিচয় জানা যায়নি।  

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে হোসেনপুর-গফরগাঁও সড়কের খুর্শিদ মহল ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেলে করে রফিকুল ও এনামুল যাচ্ছিল। এ সময় বালুবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে রফিকুল ও এনামুল গুরুতর আহত হয়। খবর পেয়ে হোসেনপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রফিকুলকে মৃত ঘোষণা করেন। এবং আহত এনামুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

হোসেনপুর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. আসাদুজ্জামান টিটু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ