ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, অক্টোবর ২০, ২০২২
২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনে ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ক্রেনটি সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাতখামাইর রেলস্টেশনে স্লিপার আনলোড করার সময় ক্রেন উল্টে যায়।  

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন-অর রশিদ জানান, সাতখামাইর রেলস্টেশনে রেললাইন মেরামতের জন্য স্লিপার আনা হয়। ওই স্লিপার ক্রেন দিয়ে আনলোড করার সময় ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ রেল রুটে পড়ে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ক্রেনটি সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কাওরাইদ ও শ্রীপুর স্টেশনসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২ 
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ