ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, অক্টোবর ১৬, ২০২২
কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ

গাজীপুর: শ্রীপুর উপজেলার কপাটিয়াপাড়া এলাকায় কিল-ঘুষি দিয়ে এক বৃদ্ধকে হত্যা করার অভিযোগ উঠেছে। রোববার (১৬ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে।

নিহতের নাম হাবিবুর রহমান (৭০)। তিনি শ্রীপুর উপজেলার কপাটিয়াপাড়া এলাকার বাসিন্দা।

যাদের বিরুদ্ধে হাবিবুরকে কিল ঘুষি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে, তারা হলেন- কপাটিয়াপাড়া এলাকার মো. আবুল কালাম, তার‌ ছেলে শফিকুল ইসলাম।

জানা গেছে, পারিবারিক ব্যাপারে হাবিবুর রহমানের পুত্রবধূ ঝর্না ও প্রতিবেশী শফিকুল ইসলামদের সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে ঝর্নাকে মারধর করেন শফিকুলরা। এ সময় হাবিবুর এগিয়ে গেলে তার গলার গামছা ধরে টেনে ধরে কিল-ঘুষি দেন শফিকুল ইসলাম। এতে হাবিবুর রহমান অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে হাবিবুরকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) আনিসুর আশেকীন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের পরিবার অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
আরএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।