ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী-শ্বশুর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, অক্টোবর ১৫, ২০২২
নীলফামারীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী-শ্বশুর আটক

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী ফরহাদ হোসেন ও শ্বশুর নাছির উদ্দিনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ অক্টোবর) ভোরে সদর উপজেলার কাঁঠালি ইউনিয়নের উত্তর দেশিবাঁই মাঝাপাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত মোসলেমা বেগম একই উপজেলা শহরের বগুলাগাড়ি এলাকার মোফাজ্জল হোসেনের মেয়ে এবং কাঁঠালি ইউনিয়নের উত্তর দেশিবাঁই মাঝাপাড়া এলাকার ফরহাদ হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে শনিবার রাতে মোসলেমাকে পিটিয়ে হত্যা করে স্বামী ও শ্বশুর। খবর পেয়ে  ভোরে নিহতের মরদেহ উদ্ধার এবং স্বামী শ্বশুরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

তিনি আরও বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২

আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।