ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাইলস্টোন কলেজে নিহতদের স্মরণে রোটারি ক্লাব বনানীর উদ্যোগে বৃক্ষরোপণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৫, সেপ্টেম্বর ২, ২০২৫
মাইলস্টোন কলেজে নিহতদের স্মরণে রোটারি ক্লাব বনানীর উদ্যোগে বৃক্ষরোপণ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোটারি ক্লাব অব বনানীর উদ্যোগে গত শনিবার কলেজের গার্লস ক্যাম্পাসে নানা জাতের ৫০টি গাছ রোপণ করা হয়।

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা দলবদ্ধভাবে এই কর্মসূচিতে অংশ নেয়। প্রতিটি দলকে পাঁচটি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। শিক্ষার্থীরা আম, জাম, নিম, বাদাম ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন গাছের চারা রোপণ করে দারুণ উৎসাহ প্রকাশ করে এবং ভবিষ্যতে এগুলোর যত্ন নেওয়ার অঙ্গীকার করে।

কর্মসূচিতে মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বর্তমান উপদেষ্টা লে. কর্নেল (অব.) নুরন্ননবী, ভাইস প্রিন্সিপাল (একাডেমিক) ইফতেখার হোসেনসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া রোটারি ক্লাব অব বনানীর সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সদস্যরাও অংশ নেন।

লে. কর্নেল (অব.) নুরন্ননবী শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য রোটারি ক্লাব অব বনানীকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে শিক্ষার্থীদের মানসিক ট্রমা দূর করতে রোটারি ক্লাব অব বনানী এক বছরের মানসিক স্বাস্থ্যসেবা, আর্ট, স্পোর্টস ও সাংস্কৃতিক ক্যাম্প আয়োজনের প্রস্তাব দিয়েছে।

ভাইস প্রিন্সিপাল ইফতেখার হোসেন বলেন, “এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এটি শিক্ষার্থীদের মধ্যে থাকা ভয় ও মানসিক অবসাদ কাটাতে সহায়ক হবে। ” তিনি কলেজের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এনডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।