ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলের জেল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, অক্টোবর ১৪, ২০২২
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলের জেল প্রতীকী ছবি

পাথরঘাটা (বরগুনা): মা ইলিশ সংরক্ষণে ২২ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৭ জেলেকে আটক করেছে চরদুয়ানী নৌ পুলিশ।

শুক্রবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা নৌ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম সরদার।

তিনি বলেন, রাতে নিয়মিত অভিযানে একটি নামবিহীন মাছ ধরার ট্রলারসহ ১৭ জনকে আটক করা হয়। পরে আজ (শুক্রবার) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দিয়ে আদালতের জেল হাজতে পাঠানো হয়েছে। পাঁচজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আসামিদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটায়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।