ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

১০ বছরের সাজা নিয়ে ১০ বছর ধরে পলাতক ইমন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, অক্টোবর ১৪, ২০২২
১০ বছরের সাজা নিয়ে ১০ বছর ধরে পলাতক ইমন গ্রেফতার

কিশোরগঞ্জ: ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আজিজুল হক ওরফে ইমনকে (৪০) গ্রেফতার করেছে করিমগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার আজিজুল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার পুরান চামটা এলাকার মৃত মন্নাফ ভূঁইয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির প্রস্তুতি ও ডাকাত দলের দলভুক্ত হওয়ার অপরাধে আজিজুল হক ওরফে ইমনের বিরুদ্ধে ২০০৮ সালে ঢাকার কাফরুল থানায় মামলা হয়। এ মামলায় ইমনের ১০ বছরের সাজা হয়। এরপর থেকে পলাতক ছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে গাজীপুর মহানগরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

করিমগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি আজিজুল হক ওরফে ইমন ১০ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।