ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কিস্তি দিয়ে ফিরে মা দেখলেন, পুকুরে ভাসছে মেয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, অক্টোবর ১২, ২০২২
কিস্তি দিয়ে ফিরে মা দেখলেন, পুকুরে ভাসছে মেয়ে

লক্ষ্মীপুর: দুই বছরের কন্যা শিশুকে বাড়িতে রেখে পাশের বাড়িতে কিস্তির টাকা পরিশোধ করতে যান শিউলি বেগম। কিছুক্ষণ পর বাড়ি এসে তার মেয়েকে আর খুঁজে পাচ্ছিলেন না।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে মেয়েকে ভাসতে দেখেন তিনি। এ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বুধবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামে এ ঘটনা ঘটে। নাফিজা ওই এলাকার অটোরিকসাচালক ইসমাইল হোসেন লাদেনের মেয়ে।

নাফিজার পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে শিশুটির মা শিশুটিকে বাড়িতে রেখে কিস্তির টাকার দেওয়ার জন্য পাশের বাড়িতে যান। এসময় শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরই শিশুটির মৃতদেহ ভাসতে দেখেন মা ও স্থানীয় লোকজন। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন।  

স্থানীয় ইউপি সদস্য সালা উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।