ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দিয়াবাড়ীতে ৬ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, অক্টোবর ১২, ২০২২
দিয়াবাড়ীতে ৬ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৬ জব্দ করা মোটরসাকেলগুলো

ঢাকা: রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেলসহ ছয় জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১১ অক্টোবর) গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকার খালপাড় সংলগ্ন ট্রাক স্ট্যান্ডের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. রাকিব, মো. মশিউর শেখ, মো. ইউনুছ, মো. মমিন ওরফে রনি, মো. আমান উল্লাহ ও অরুন ভৌমিক।

ডিবির সিনিয়র সহকারী কমিশনার (এসি) হাবিবুর রহমান জানান, গ্রেফতাররা মোটরসাইকেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তারা ঢাকা শহরসহ আশপাশের এলাকা থেকে এসব মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন জেলায় কমদামে বিক্রি করে আসছিল।

তুরাগ থানার দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।