ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে এক ব‍্যক্তির মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, অক্টোবর ১২, ২০২২
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে এক ব‍্যক্তির মৃত্যু  প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে আনোয়ার কবীর কাঞ্চন (৫৪) নামে এক ব‍্যক্তির মৃত্যু হয়েছে।  

বুধবার (১২ অক্টোবর) সকালের দিকে ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

 

আনোয়ার নগরীর উসমান ফার্নিচারের ম‍্যানেজার ছিলেন। তার বাড়ি নগরীর কাশর আউটার স্টেডিয়াম এলাকায় বলে জানা গেছে।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।  

সংশ্লিষ্ট রেল ক্রসিংয়ের গেইট ম‍্যান সাদিক হোসেন জানান, একজন লোক ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

নিহতের পরিবারের সদ্যরা জানান, আনোয়ার নানা কারণে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তাছাড়া তিনি কানে কম শুনতেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।