ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হরিনাকুণ্ডুতে বজ্রপাতে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, অক্টোবর ১২, ২০২২
হরিনাকুণ্ডুতে বজ্রপাতে নারীর মৃত্যু

ঝিইনাইদ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে বজ্রপাতে মধুমালা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে ওই উপজেলার হরিশপুর গ্রামে তার নিজ বাড়িতে কাজ করার সময় ঘটে এ দুর্ঘটনা।

নিহত মধুমালা হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামের মকছেদ আলীর স্ত্রী।

হরিশপুর গ্রামের আলীমুদ্দীন জানান, দুপুরে নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন মধুমালা। এ সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। তখন হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিনাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে ওই নারী তার নিজ বাড়িতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।