ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঘিওরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রাণ গেল ২ শ্রমিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, অক্টোবর ১১, ২০২২
ঘিওরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রাণ গেল ২ শ্রমিকের

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কের ঘিওর এলাকায় সিমেন্টের খুঁটি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধার দিকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো.জাকির হোসেন।

নিহতরা হলেন- কুড়িগ্রাম সদরের রুহুল আমিন (৩০) ও জসিম উদ্দিন (২৭)। তারা দুইজনেই ওই ট্রাকে শ্রমিকের কাজ করতেন।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. জাকির হোসেন বাংলানিউজকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে রুহুল আমিন ও জসিম উদ্দিনের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য চালক ও হেলপারকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। সেইসঙ্গে এই দুর্ঘটনার মোটরসাইকেল চালক ও আরোহীকে খুঁজে পাওয়া যায়নি। তবে তাদের মোটরসাইকেল অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।