ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মা ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, অক্টোবর ১০, ২০২২
মা ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড

বরিশাল: বরিশালের হিজলায় নয় জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ অক্টোবর) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌ পুলিশের ইনচার্জ পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, মেঘনা ও মেঘনার শাখা নদীতে মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৯ জন জেলেকে আটক করা হয়।

আটকরা হলেন—হিজলা উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর হাওলাদার (৪৫), মামুন বহদ্দার (৪৫), আবুল বাশার সিকদার (২৫), নাসির উদ্দিন (২১), সোলায়মান খা (২২), রাসেল মন্ডল (৩০), সাইফুল খা (২৪), মোশারেফ হোসেন (২৫) ও মোবারক খন্দকার (৩৫)।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।