ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জামালপুরে ভিটামিন ওষুধ ভেবে বিষপান, বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, অক্টোবর ১০, ২০২২
জামালপুরে ভিটামিন ওষুধ ভেবে বিষপান, বৃদ্ধার মৃত্যু

জামালপুর: জামালপুরের ইসলামপুরে ভিটামিন ওষুধ ভেবে বিষপান করে হাবিজা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) সকালে জামালপুরের ইসলামপুর ইউপজেলার করইতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত হাবিজা বেগম করইতলা গ্রামের মৃত জবেদ আলীর স্ত্রী।

নিহতের ভাতিজার স্ত্রী শাবানা জানান, রাতে হাবিজা বেগমের বড় ছেলে মোফাজ্জল হোসেন বেগুন গাছের জন্য বিষ কিনে এনে টেবিলের ওপর রাখেন। সেটি ভিটামিন ওষুধ মনে করে হাবিজা বেগম পান করলে অসুস্থ্য হয়ে পড়েন। পরে বকশীগঞ্জ হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

হাসপাতালে নেওয়া হলে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক হাবিজাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ১০,  ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।