ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, সেপ্টেম্বর ৩০, ২০২২
উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ফাইল ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবপুর এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল বাতেন বাংলানিউজকে জানান, রেলপথ ধরে হেঁটে উল্লাপাড়া স্টেশনের দিকে আসার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।