ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কেরানীগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ ২ নারী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, সেপ্টেম্বর ৩০, ২০২২
কেরানীগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ ২ নারী আটক

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাশুর এলাকায় ১৬ কেজি গাঁজাসহ সেলিনা আক্তার (৫৫) ও মুক্তা আক্তার (৩২) নামে দুই নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানার বাঘাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-১০ এর মিডিয়া উইং এএসপি এনায়েত কবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে তারা পেশাদার মাদক বিক্রেতা। তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।