ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কবিরহাটে পিকআপভ্যানের ধাক্কায় পথচারী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, সেপ্টেম্বর ৩০, ২০২২
কবিরহাটে পিকআপভ্যানের ধাক্কায় পথচারী নিহত 

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপেজেলায় পিকআপভ্যানের ধাক্কায় মো. শফিউল্যাহ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার পৌর এলাকার কবিরহাট-বসুরহাট প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শফিউল্যাহ উপজেলার কবিরহাট পৌরসভার  নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুর গ্রামের আমিন উদ্দিন বেপারী বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ৬টার দিকে কবিরহাট পৌরসভা এলাকার কবিরহাট-বসুরহাট প্রধান সড়কে সোনাপুরগামী একটি পিকআপ ভানের ধাক্কায় রাস্তায় পড়ে যান শফি উল্যাহ। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী পিকআপভ্যানটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে।

নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।