ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাংলাবান্ধা স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, সেপ্টেম্বর ৩০, ২০২২
বাংলাবান্ধা স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ

পঞ্চগড়: শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক সরকারি ছুটি মিলিয়ে টানা ১০ দিন বন্ধ থাকবে দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা।  তবে এ সময়ে ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ থেকে রোববার (৯ অক্টোবর) পর্যন্ত স্থলবন্দরে সব কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১০ সেপ্টেম্বর) থেকে বন্দরের কার্যক্রম ফের চালু হবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেশন) নজরুল ইসলাম বলেন, বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও চার দেশের পাসপোর্টে যাতায়াত করা যাত্রীদের ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।