ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাসে তল্লাশি চালিয়ে ব্যাগে মিললো ২৪৮৫টি ইয়াবা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৫, সেপ্টেম্বর ৩০, ২০২২
বাসে তল্লাশি চালিয়ে ব্যাগে মিললো ২৪৮৫টি ইয়াবা, আটক ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ৪৮৫টি ইয়াবা ট্যাবলেটসহ রেজাউল করিম সেখ (৪২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজার পশ্চিম গোল চত্বরে এ তল্লাশি অভিযান চালানো হয়।

আটক রেজাউল করিম সেখ গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার বাসিন্দা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে সেতুর টোলপ্লাজার পশ্চিমে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি বাসে তল্লাশি করা হলে ইয়াবা ট্যবলেটসহ রেজাউল করিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই হাজার ৪৮৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।