ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে হিজড়াকে গলায় ছুরিকাঘাত করে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৩, সেপ্টেম্বর ৩০, ২০২২
রাজধানীতে হিজড়াকে গলায় ছুরিকাঘাত করে হত্যা

ঢাকা: রাজধানীর পরিবাগ প্রধান সড়কের ফুটওভার ব্রিজে নীলা (২৪) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজনকে গলায় ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে নীলাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অপর হিজড়াদের বরাতে ঢামেক পুলিশ ক্যাম্পের দায়িত্বরত নায়েক মো. ফেরদৌস আলম জানান, শাহবাগ পরিবার ফুটওভার ব্রিজের উপরে দুই ছেলে নীলার গলায় ছুরিকাঘাত করেছে। নিহতের গলায় চুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। তবে আসলে ঘটনাটা কোথায় কি কারণে ঘটেছে বিস্তারিত জানা যায়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, শোনা যাচ্ছে পরিবাগ ফুটওভার ব্রিজের উপরে বা আশেপাশে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার বিস্তারিত জেনে বলা যাবে। তবে যে মারা গেছে তিনি তৃতীয় লিঙ্গের।  

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।