ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাদক বিক্রেতা ২ ছেলের বিরুদ্ধে মানববন্ধনে বাবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, সেপ্টেম্বর ২৯, ২০২২
মাদক বিক্রেতা ২ ছেলের বিরুদ্ধে মানববন্ধনে বাবা ছবি: কাগজ হাতে বাবা আবেদ আলী

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে চিহ্নিত মাদক বিক্রেতা দুই ছেলেসহ পাঁচজনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বাবা আবেদ আলীসহ এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম বাজারে মাদক বিক্রেতাদের নাম প্রকাশ করা একটি ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

মাদক বিক্রেতারা হলেন- যাদবপুর এলাকার আবেদ আলীর দুই ছেলে আতাউর রহমান ও খোকন। এছাড়া সেলিম, মালেক ও খালেক।

আবেদ আলী বলেন, আমার দুই ছেলে আতাউর ও খোকন মাদক বিক্রির সঙ্গে জড়িত। তারা আমার কথা শুনে না তাই আইনের সাহায্য নিয়েছি। তাদের নামে আদালতে মামলা করেছি। এলাকাবাসীরাও তাদের জন্য অতিষ্ঠ হয়ে গেছে।

মানববন্ধনে গোমগ্রাম বাজার কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমাদের এই বাজারে দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটছে। যারা মাদক বিক্রি করে তারা এই বাজারের প্রতিটা দোকানে লুটপাট করছে। রাতে মানুষ টাকা নিয়ে বাইরে যেতে পারে না। মাদক বিক্রেতা আতাউরের ছত্রছায়ায় তারা এই বাজারকে তছনছ করে দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।