ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, সেপ্টেম্বর ২৯, ২০২২
বিরামপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু সংগৃহীত ছবি

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে মমতাজ হোসেন (৪৭) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরর বেগমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মমতাজ হোসেন বিরামপুর পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডর বেগমপুর গ্রামের মৃত নজির উদ্দীনর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত মমতাজ পেশায় একজন প্যাডেল ভ্যানচালক। তিনি দীর্ঘদিন ধরে ইডিমা ও কিডনি রাগসহ নানা ধরনের রাগ আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে রেললাইনের ধারে ছাগল চরানোর একপর্যায়ে রেললাইনের ওপর বসে ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একএম নূরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।