ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা শিবিরে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, জানুয়ারি ২০, ২০২২
রোহিঙ্গা শিবিরে ছুরিকাঘাতে যুবক খুন আটক দুই যুবক

ককবসবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে ছুরিকাঘাতে মৌলভী মনির হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) দিনগত রাতে জামতলী ক্যাম্প-১৫ এর এইচ ব্লকে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- ১৫ নম্বর ক্যাম্পের ৫ নম্বর ব্লকের মৃত নুরুর ছেলে মো. ইউনুছ (৩৫) ও একই ক্যাম্পের ২ নম্বর ব্লকের মৃত মুতুলের ছেলে মো. ইয়াছিন (৪৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সঙ্গে মনির হোসেনের শত্রুতা ছিল। এর জেরে ক্যাম্পের প্রতিবেশী কেফায়েত উল্লাহ দলবল নিয়ে মনিরকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।