ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ২ রোহিঙ্গা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, জানুয়ারি ২০, ২০২২
টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ২ রোহিঙ্গা 

কক্সবাজার: কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ দু’জন রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

আটকরা হলেন আব্দুল মতলব (২২) ও মো. আরিফ (২০)।

 

বুধবার (১৯ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এতে হাতে নাতে ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা জানুয়ারি ২০, ২০২২
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।