ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

কক্সবাজার মেরিন ড্রাইভে প্রাণ গেল ২ জনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, জানুয়ারি ২০, ২০২২
কক্সবাজার মেরিন ড্রাইভে প্রাণ গেল ২ জনের

কক্সবাজার: কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ লম্বরি মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।  

নিহত দুজন অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।  

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, দুর্ঘটনার খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।  

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২ 
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।