ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আইজিপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫১, জানুয়ারি ২০, ২০২২
প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আইজিপির

ঢাকা: বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (১৯ জানুয়ারি) প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন আইজিপি।

এ সময় প্রধান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রাতে পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশের বিচার বিভাগের অভিভাবকের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে কথা বলেন পুলিশ প্রধান।

গত বছরের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে। রাষ্ট্রপতির নির্দেশক্রমে প্রধান বিচারপতির নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের পাঁচ বিচারপতির মধ্যে জ্যেষ্ঠতার দিক দিয়ে তৃতীয় নম্বরে ছিলেন। তিনি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হন।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।