ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

২ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, জানুয়ারি ১৯, ২০২২
২ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস ২ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস।

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট নদী ও বিভিন্ন খালে অভিযান চালিয়ে দুই লাখ টাকা মূল্যের অবৈধ মশারি, চট ও বেহুন্দী জাল জব্দ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় জালগুলো জব্দ করা হয়।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে মোবাইল কোর্ট চালিয়ে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।  

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নেহের নিগার তনু।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।