দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয় এক হাজার ১০৭ জনকে।
মঙ্গলবার (১৫ জুলাই) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
এতে বলা হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৫৭২ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টে এক হাজার ১০৭ জন এবং অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন আরও ৪৬৫ জন।
এ ছাড়া অভিযানে জব্দ করা হয় বিদেশি পিস্তল, দেশি পিস্তল ও উজি সাব মেশিনগান ও গুলিসহ অপরাধ কাজে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র।
এজেডএস/আরএইচ