ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, জানুয়ারি ১৮, ২০২২
গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু  সংগৃহীত প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলার মোঘলটুলি এলাকায় ট্রাকচাপায় তাহেদুল ইসলাম (১৬) নামে বাইসাইকেলের আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহেদুল ওই উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর গ্রামের তোজামের ছেলে।  

জানা গেছে, বিকেলে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয়ে ওই মহাসড়ক দিয়ে ফাঁসিতলা এলাকায় বোনের বাড়ি বেড়াতে যাচ্ছিল তাহেদুল। পথে মোঘলটুলি এলাকায় এলে বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাহেদুলের মৃত্যু হয়।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।